Home বিনোদনবলিউড বলিউডের খুঁটিনাটি আপডেট

বলিউডের খুঁটিনাটি আপডেট

by Kolkata Today

মুখ খুললেন ভাগ্যশ্রী :ম্যানে পেয়ার কিয়া’ ছবির সেই সুমন যেন এখনও সবার মনে ঘর করে রয়েছে। তবে এই সবুজ ছবি থেকে খ্যাতির শীর্ষে পৌঁছ কেন নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী প্রশ্নের উত্তর সকলেরই অজানা ছিল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভিনেত্রী নিজেই।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার জন্য শুধু স্বামী হিমালয় নন, শ্বশুরবাড়ির সকলকেও দায়ী করেছেন ভাগ্যশ্রী নিজে।সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়ির কেউই তাঁর পেশাকে বুঝতে চাইতেন না। অভিনেত্রীর কথায়, ‘‘বাড়ির বাইরে বলিউডে আমার যে একটা জীবন আছে, তা মানতে বা গুরুত্ব দিতে চাইতেন না কেউই। অথচ যে মুহূর্তে বাড়িতে পা রাখতাম, গৃহবধূর যাবতীয় দায়িত্বপালনে লেগে পড়তে হত। দু’দিক সামাল দেওয়া ভীষণ কঠিন হয়ে গিয়েছিল।’’

অবসাদে ভুগছিলেন আমির-কন্যা

মানসিক সমস্যায় ভুগতেন আমির কন্যা ইরা খান। নিজেকে স্বাভাবিক করে তুলেছিলেন। কিন্তু আবার সেই অন্ধকার মনোজগতে আবারও ফিরে গিয়েছেন ইরা। সে কথাই নেট মাধ্যমে জানালেন সকলকে।সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, প্রতিদিন রাতেই অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে।
অনেকক্ষণ স্নান করলে মানসিক অবসাদ কাটে। তাই স্নান করে ভেজা চুলেইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ইরা। তাতে তিনি লিখেছেন,’আমার অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। আগে দুশ্চিন্তা হত। তবে কাটিয়ে উঠতাম। কেঁদেওছি। কিন্তু এখনো
অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। আগে দুশ্চিন্তা হত। তবে কাটিয়ে উঠতাম। কেঁদেওছি। কিন্তু কখনও অ্যাংজাইটি অ্যাটাক হয়নি। অ্যাংজাইটি আর অ্যাংজাইটি অ্যাটাক আলাদা।”নিজের মানসিক অবসাদ নিয়ে সাধারণ্যে বলার মতো সাহস অনেকেই পান না। কিন্তু ইরা শুধু নিজের মনোজগৎ তুলে ধরেননি সেই সঙ্গে ফলোয়ারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।

এখন সুস্থ ধর্মেন্দ্র

দিন চারেক আগে পিঠে হ্যাঁচকা টান লেগে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। এর পর রুটিন পরীক্ষার জন্যই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। পরে ‘শোলে’-র বীরুকে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছিল বলে শোনা গিয়েছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠমহল সূত্রে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে।পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি ফেরার পর নেটমাধ্যমে ভক্তকুলের উদ্দেশে বার্তাও দিয়েছেন সদাহাস্য অভিনেতা। তিনি বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি।’’
রবিবার বাড়ি ফিরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেতা। সেখানে তিনি বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থই আছি। এ বার থেকে সতর্ক থাকব।’’

অমিতাভের চিঠি অজয়কে

অমিতাভের হাতে লেখা একটি চিঠি টুইট করেছেন অজয়। ক্য়াপশনে ‘সিংহম’ অভিনেতা লিখেছেন, ‘আপনার পরিচালনায় যখন খ্যাতনামা অমিতাভ বচ্চন অভিনয় করেন, তখন এটি একটি সম্মানের, ভাষায় প্রকাশ করা কঠিন। একই সঙ্গে যখন হাতে লেখা চিঠিতে নিজের মনের কথা তিনি প্রকাশ করেন, বেশ আবেগের। আমি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। ধন্যবাদ অমিতজি।

অজয় দেবগণ, রকুলপ্রীত সিং অভিনীত ‘রানওয়ে ৩৪’। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবি। আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি প্রমুখ। এই ছবির গল্প বাস্তব ঘটনার উপর তৈরি। বছর খানেক আগে দোহা থেকে কোচি আসার পথে খারাপ আবহাওয়া থেকে কোনওরকমে বেঁচে গিয়েছিল একটি যাত্রীবাহী বিমান। সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরেছেন অজয়।

Topics

Bollywood Celebrity Actors Entertainment Kolkata

Related Articles