Home বিনোদন ৩৯ বছরে পা দিলেন বলি ডিভা Katrina Kaif

৩৯ বছরে পা দিলেন বলি ডিভা Katrina Kaif

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:৩৯ বছরে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ের এক বিউটি কনটেস্টে বিজয়ী হন অভিনেত্রী। কেরিয়ার শুরু করেন এক গয়নার সংস্থার মডেল হিসেবে। সেই থেকে পেশা হিসেবে মডেলিং শুরু করেন তিনি। প্রায়ই তাঁকে ‘লন্ডন ফ্যাশন উইক’-এ দেখা যেত।

মিডিয়ার কাছে বেশ জনপ্রিয় ক্যাটরিনা। সবচেয়ে জনপ্রিয় বা আকর্ষণীয় তারকাদের তালিকাদের মধ্যে প্রায়ই ক্যাটরিনাকে দেখা যায়।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা

৩৯তম জন্মদিনে ক্যাটরিনা পাড়ি দিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্বামী ভিকি কৌশল। শত কাজের ব্যস্ততা মাঝে একে অপরের সঙ্গে বিশেষ দিনগুলো কাটাতে কখনই ভোলেন না দম্পতি। ডিসেম্বরে তাঁরা সাত পাঁকে বাঁধা পড়েন। দুইজনের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। তবে জন্মদিনে কাজ ভুলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উইকেন্ড কাটাতে একদিন আগেই দেশ ছেড়েছেন ক্যাটরিনা-ভিকি।

Related Articles

Leave a Comment