Home সংবাদসিটি টকস মঙ্গলবারও বউবাজারে বাড়ি ভাঙার কাজ চলল জোর কদমে

মঙ্গলবারও বউবাজারে বাড়ি ভাঙার কাজ চলল জোর কদমে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বউবাজারে দুর্গাপিতুরি লেনে বাড়ি ভাঙার মঙ্গলবার দ্বিতীয় দিনের কাজ চলছে । কেএমআরসিএল ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে 16/1 নম্বর বাড়ির ছাদের অংশ ধীরে ধীরে ভাঙা হচ্ছে ।বউবাজার অঞ্চলের দুটি পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) ৷

বাড়িতে ফাটলের জেরে আতঙ্ক ছড়িয়েছে বউবাজার চত্বরে। বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কাজ করছেন পুরকর্মী এবং সুরক্ষা দফতরের নিরাপত্তাকর্মীরা। উদ্বেগ-উৎকন্ঠায় রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই বাড়ি ছেড়েছেন অনেকে। প্রায় ১৮ টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ ফের বাকি বাড়িগুলি ভাঙার কাজ শুরু হয়। তবে এর ঠিক পাশের বাড়িটিও আজ ভাঙা হতে পারে। কিন্তু এবিষয়ে অনুমতি দেননি বাড়ির মালিক। ফলে এই কাজে কিছুটা হলেও জটিলতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয়রা জানান, আগেও অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেএমআরসিএল এর পক্ষ থেকে। কিন্তু তা এখনও পূরণ করা হয়নি। এইবারের প্রতিশ্রুতিও কতটা কার্যকর হবে, সেই চিন্তায় এখন তাঁরা। মঙ্গলবারও এলাকায় নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন।

Topics

Bowbazar Metro Railway Building Administration Kolkata

Related Articles