কলকাতা টুডে ব্যুরো: ফের ফাটল বউবাজারের একাধিক বাড়িতে। মেট্রোর কাজের কারণে বউবাজারে আরও দশটি বাড়িতে ধরল ফাটল। ভোর রাত থেকেই ঘর ছাড়া একাধিক পরিবার। বারবার মেট্রোর কাজের জন্য বাড়ির ফাটল ধরায় স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্র মেট্রো রেল কর্তৃপক্ষের ওপর। এরপরই মেট্রো রেল কর্তৃপক্ষের ওপর একরাশ খুব উগড়ে দিয়ে ফিরহাদ বলেন, “যতক্ষণ পর্যন্ত না রেলবোর্ডের একেবারে শীর্ষস্থান থেকে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলতেই থাকবে। কারণ এখানে যারা কাজ করছেন যারা কন্টাক্ট নিয়েছেন তারা বিষয়টাকে সামলে উঠতে পারছেন না। আমি ইঞ্জিনিয়ার নই কিন্তু দীর্ঘদিন পুরসভার কাউন্সিলর থাকার সুবাদে আমার মনে হচ্ছে যে যে জায়গায় মেশিন আটকে গেছিল ওখানে ওয়াটার পকেট তৈরি হয়েছে। ওয়াটার পকেট থেকে জল রিভার্স যাওয়ার জন্যই মাটি ধুয়ে কাদায় পরিণত হচ্ছে আর তার যেন এই ঘটনা ঘটছে। এইরকম ভাবে চলতে থাকলে দুদিন অন্তর ফাটল দেখা দেবে আমরা ক্ষতিগ্রস্তদেরকে কোথাও শিফট করব তাদের খাবারের ব্যবস্থা করব আবার দু’বছর পর একই সমস্যা হবে।”
ফিরহাদ আরও বলেন , “আমি বসে আছি বৈঠক করবার জন্য কিন্তু শীর্ষ স্তর থেকে এইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে এবং সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন হলে ওই এলাকার কতগুলি বাড়ি ভেঙে ফেলে একেবারে নিচ থেকে পাইলিং করে সেখানে বিল্ডিং তুলে যার যত স্কোয়ার ফিট সেটা দিতে হবে দরকার হলে মেন রাস্তা থেকে এফএআর করতে হবে। এখানে যারা রয়েছেন তারা সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই, ফলত রেলবোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কে এবং মাটি বিশেষজ্ঞদের কে ডেকে ছিলাম আবার ডাকবো আজ হয়তো হবে না আগামী কালকের মধ্যে তাদের সঙ্গে কথা বলব।”