কলকাতা টুডে ব্যুরো: বউবাজারে ভাঙ্গনের জেরে গৃহহারা বহু মানুষ। দুর্গা পিতুরি লেনের পর মদন দত্ত লেনির বেশ কয়েকটি বাড়িতে একাধিক জায়গায় দেখা যায় ভয়াবহ ফাটল। নিরাপত্তার খাতিরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকাবাসীকে। নিতান্তই প্রয়োজনীয় জিনিসকে সম্বল করে রাস্তায় নামতে হয় তাদের। আপাতত ছাদহীন বাসিন্দাদের রাখা হয়েছে হোটেলে। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে KMRCL। এই পরিস্থিতিতে গৃহভারাদের পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শনে যান সজল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেলিম সহ একাধিক নেতা নেতৃত্ব। ঘটনা পরিদর্শনে গিয়ে ভাঙ্গনকাণ্ডের জন্য সরাসরি তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান মোহাম্মদ সেলিম। এইবার সেলিমের বক্তব্যের পাল্টা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “ব্যাপারটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। বিধান সভায় সেলিম সাহেবের শুন্য হয়েগেছে। তাই বো বাজারে ঢুকার চেষ্টা করছে।”
সাংবাদিক বৈঠক করে ফিরহাদ বলেন, “মেট্রোর সমস্যা নিয়ে রেল বোর্ডের আধিকারিককে নিয়ে আসতে হবে। শুধু হোটেলে তুলে দিলাম। সেটা করে কিছু হবে না। মাটি বসে যাচ্ছে। সম্পূর্ন পাইলিং করে করতে হবে। তার থেকে ভালো হয় যাতে মেট্রো সমস্ত বাড়ি ভেঙে দিয়ে নতুন তৈরি করে দেয়।”
ফিরহাদ এও বলেন ,”মেট্রো রেল কর্তৃপক্ষ কে ঘোষণা করা উচিত যে যা ক্ষতিপূরণ হলে তারা দেবে । কলকাতা পৌর সংস্থার কাজ তো করছে না । কাজ করছে মেট্রো। তাহলে যারা কাজ করছে তাদের কে দায়িত্ব নিতে হবে। আমরা বউ বাজারের মানুষের সঙ্গে আছি আমরা। আগামী কাল যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ, মাটি বিশেষজ্ঞ এবং মেট্রো কর্তৃপক্ষ কে নিয়ে কলকাতা পৌর সংস্থায় বৈঠক হবে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।”