Home সংবাদবর্তমান আপডেট নেপাল সফর সেরেই যোগীর বাসভবনে Narendra Modi

নেপাল সফর সেরেই যোগীর বাসভবনে Narendra Modi

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নেপাল পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের শুরুতে সোমবার হিমালয়ের বুকে অবস্থিত দেশটির প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে ছ’টি মউ স্বাক্ষর করেন তিনি।

PM Modi Offers Prayer

২০১৪ সাল থেকে এপর্যন্ত পাঁচবার প্রতিবেশী ওই দেশে গেলেন প্রধানমন্ত্রী। প্রথম বার ওই দেশে সফরে গিয়ে বিহারের বুদ্ধগয়া থেকে একটি বোধিবৃক্ষ উপহার দিয়েছিলেন মোদি। সোমবার লুম্বিনীতে গিয়ে সেই গাছে জল দেন দু’দেশের প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াদেবী মন্দিরে পুজো দেন মোদি। এই সফরের পরবর্তী কর্মসূচিতে বুদ্ধজয়ন্তী উপলক্ষে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। এই সফরে গিয়ে দেউবার সঙ্গে ছবি টুইট করে মোদী লেখেন, ‘বন্ধুত্বের চিরন্তন বন্ধন…!’

PM Modi In Nepal

২০২১ সালের জুলাই মাসে কেপি শর্মা ওলিকে গদিচ্যুত করে নেপালের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবা । টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছিলেন তিনি। পালটা মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন দেউবাও।

https://twitter.com/sherbdeuba/status/1526166726949609472?s=21&t=H0m2GpYPTnBY_zBFOXCJzw

সোমবারে সফর শেষে দেশে ফিরে আসেন নরেন্দ্র মোদি। লখনউ-এ তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রীর বাসভবনে যোগীর মন্ত্রিসভার সকল সকল সদস্যর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।মুখ্যমন্ত্রীর বাসভবনে নৈশভোজ সারেন তিনি।

 

Topics

Buddha Jayanti India Nepal PM Modi Administration Kolkata

Related Articles