Home সংবাদসিটি টকস ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না’,চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা হাই কোর্টের

‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না’,চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা হাই কোর্টের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: “কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না।”মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা । শহরে অন্যত্র বিক্ষোভে বসার অনুমতি চাইলে বিচারপতি শম্পা সরকার আন্দোলনকারীদের ভর্ৎসনা করেন।

 

বুধবার বিচারপতি শম্পা সরকার জানান, শহরের নতুন কোন জায়গায় নয়। আন্দোলন করতে চাইলে তা করতে হবে মাতঙ্গিনী মূর্তির পাদদেশেই। কারণ সেখানেই এই সংক্রান্ত আন্দোলন চলছে। তবে তা হতে হবে শান্তিপূর্ণ। অন্যত্র আন্দোলনের অনুমতি চাইতেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন তাঁরা। বিচারপতি সাফ নির্দেশ, “কলকাতাকে সিটি অফ ডেমোনেস্ট্রেশন করা যায় না।”

আরও পড়ুনঃ রাজধানীতে বিরোধী দলগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা

 

চাকরিতে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল শম্পা বিশ্বাস-সহ উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী। কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেখানেই ভর্ৎসিত হলেও মিলল আন্দোলনের অনুমতি।

Related Articles

Leave a Comment