কলকাতা টুডে ব্যুরো: কেষ্টর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে এনামুলের কাছ থেকে মোটা টাকা নিয়ে গরু পাচারের জন্য সেফ করিডোর তৈরি করে দিত অনুব্রত মণ্ডল। সেই মোটা টাকাই তাঁর বিপুল সম্পত্তির নেপথ্যে।
গ্রেফতারের ৫৭ দিনের মধ্যে গরুপাচার কাণ্ডে চার্জশিট দিল সিবিআই। আসানসোল আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ৩৭ পাতার চার্জশিটে একাধিক ধারার উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দুর্নীতি দমন আইনের শাখায় একাধিক অভিযোগ করা হয়েছে অনুূব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই সঙ্গে কেষ্টর বিপুল সম্পত্তির হদিশ দিয়েছে তদন্তকারীরা। ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে সে সব তথ্য দেওয়া হয়েছে।
সম্পত্তির মালিকানায় Partha Chatterjee- এর থেকে কোনও অংশে পিছিয়ে নেই কেষ্টর। ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। সেই সঙ্গে ৫৩টি সম্পত্তির দলিল জমা দিয়েছেন তারা। তাতে কেষ্টর বিপুল বেআইনি সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে একাদিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে চার্জশিটে। তাতেই বিপুল সম্পত্তির হিসেব রয়েছে বলে জািনয়েছে CBI।