কলকাতা টুডে ব্যুরো: গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে ED ইতিমধ্যে বহু আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছেন। এছাড়াও ED-এর নজর রয়েছে একাধিক ব্যাংক একাউন্ট, ফিক্স ডিপোজিট এবং আর্থিক লেনদেনের ওপর। তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করা হয়েছে অনুব্রত মণ্ডলকেও। এর আগেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হুসেনকে। এবার সেই মামলায় তাঁর স্ত্রী ও মা-কে তলব করব ইডি। তাঁদের নামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তলব করা হয়েছে তাঁদের।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে দাবি, সায়গলের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টাকার উত্স কী, কীভাবে এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তা জানতে চায় ইডি। এইসব সম্পত্তি গরুপাচারের টাকায় কেনা হয়েছে বলে ইডি-র সন্দেহ। অন্যদিকে, ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সায়গলের পরিবার। খবর সূত্রের। গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সায়গল।
Topics
Cattle Smuggling ED Anubrata Mondal Administration Kolkata