কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই, অনুব্রত মন্ডল তো পুরনো বন্ধু। যান ওখানে থাকুন। অনুব্রত-র গরুপাচার মামলার ইস্যুতে বিস্ফোরক সুজন চক্রবর্তী।
বুধবার ফের অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সকাল ১১ টা’য় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হাজিরা কি দেবেন অনুব্রত? নাকি আবার ‘বেডরেস্টে’ যাচ্ছেন তিনি? লাখটাকার এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। এরইমধ্যে অনুব্রত মণ্ডলকে সিবিআই-এর তলব নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও।
‘অনুব্রত মণ্ডলকে বিন্দুমাত্র আর সময় দেওয়া উচিত নয়। সিবিআই এর উচিত তাঁকে আর ব্যাগ গোছাতে না দেওয়া। বদলে তাঁকে এক কাপড়ে তুলে নিয়ে আসা উচিত’। এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু অধিকারীর কথায়, ‘এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আট বার নোটিশ দেওয়ার পরও হাজিরা এড়িয়েছেন।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal BJP TMC Administration Kolkata