কলকাতা টুডে ব্যুরো:অনুব্রতর বাড়ির কাছে অনুব্রতর বাড়ির কাছেব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় সিবিআই। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা গোয়েন্দাদের। ওই ব্যাঙ্ক থেকেই কি লেনদেন অনুব্রতর! জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে এদিন অনুব্রত মণ্ডলের মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই আধীকারিকরা অনুব্রত মন্ডলের বাড়িতে যান ।জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা জানিয়েছেন মা বেঁচে নেই। বাবা জেলে। একা বাড়ি আটকে তিনি। এই অবস্থায় কথা বলতে চান না তিনি। গোয়েন্দাদের নাকি এমনই জানান অনুব্রত-কন্যা সুকন্যা। তাতেই ১০ মিনিটে বেরিয়ে যায় সিবিআই।
সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে আইনি প্রক্রিয়া সারছে সিবিআই বলে জানা যাচ্ছে। পাশাপাশি সার্চ ওয়ার্টেন্টের জন্য আইনি সাহায্য নিচ্ছেন সিবিআই আধিকারিকরা বলে জানা যাচ্ছে।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata