Home সংবাদবর্তমান ঘটনা Anubrata Mondal-এর অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করছে CBI

Anubrata Mondal-এর অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করছে CBI

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বুধবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বোলপুরের পূর্বপল্লিতে জিজ্ঞাসাবাদ চলছে বলে সিবিআই সূত্রে খবর।

গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে আগেই জানা গিয়েছিল। এই আবহে এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, সিবিআই তদন্তকারীদের হাতে এসেছে অনুব্রত মাণ্ডলের এক নয়া সস্থার তথ্য। ২০০৬ সালে তৈরি হওয়া এই সংস্থার নাম নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আগেই খোঁজ মিলেছিল ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থার। নীর ডেভেলপারও নাকি সেই সংস্থার ঠিকানাতেই রেজিস্টার্ড। জানা গিয়েছে এই সংস্থার দুই ডিরেক্টর হলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন।

Topics

Cattle Smuggling  CBI Anubrata Mondal Administration Kolkata

 

Related Articles

Leave a Comment