Home সংবাদবর্তমান আপডেট Anubrata Mondal-এর একাউন্ট থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল CBI

Anubrata Mondal-এর একাউন্ট থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল CBI

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অনুব্রত মণ্ডলের একাউন্ট থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। ইতিমধ্যে জানা যাচ্ছে সিবিআই আধিকারিকরা অনুব্রতসহ তার ঘনিষ্ঠদের একাউন্ট থেকে প্রায় ১৭কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

এই টাকা কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার অনুব্রত মন্ডলের একাউন্ট থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবে শাসকদলের অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছে।

বুধবার সকালে সিবিআর একটি টিম বোলপুরে অনুব্রতর বাড়ির কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় যান। সেখানে অনুব্রত একাউন্টের বেশ কিছু সূত্র পান তারা বলে জানা যাচ্ছে। এই টাকার সূত্র কি সেটা এবার খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

Topics

Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata

Related Articles

Leave a Comment