কলকাতা টুডে ব্যুরো:বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে হানা দিল সিবিআই৷ শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির খোঁজ করাও সিবিআই-এর উদ্দেশ্য।
এ দিন সকালেই বোলপুরের ওই সরকারি দফতরে পৌঁছন দুই সিবিআই আধিকারিক৷ বোলপুর, ইলামবাজার এবং পাড়ুইয়ের একাংশে যে জমি বিক্রি হয়, তার রেজিস্ট্রি হয় ওই অফিসেই৷
অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের যে যে সম্পত্তির খোঁজ মিলেছে, তার মধ্যে কোন জমি কার নামে রয়েছে, কতবার হস্তান্তর হয়েছে, জমির লিজ কার নামে রয়েছে এই সমস্ত তথ্য হাতে পেতে চায় সিবিআই৷
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata