কলকাতা টুডে ব্যুরো:গরু পাচারকাণ্ডে বুধবার ফের তলব করা হল অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে তলব করার চিঠি ই–মেল করে পাঠিয়েছে সিবিআই বলে সূত্রের খবর।
সোমবার তাঁকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যলেসে তাঁকে হাজির দেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিনি হাজির হননি। অসুস্থ বলে ই–মেল করে সোমবার এসএসকেএম হাসপাতালে যান। যদিও সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, এখন অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। এরপরই হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। প্রথমে চিনার পার্কের ফ্ল্যাট, তারপর বোলপুরের পথে রওনা হয়ে যান তিনি। তাছাড়া তিনি নিজেই ই–মেল করে জানিয়েছিলেন অন্য কোনও তারিখ পেলে তিনি হাজির হবেন। তাই ফের তলব করল সিবিআই।