Home সংবাদসিটি টকস গরু পাচার মামলায় ফের আদালতে পেশ অনুব্রতকে

গরু পাচার মামলায় ফের আদালতে পেশ অনুব্রতকে

১৪ দিনের জেল হেফাজতের পর গরু পাচার মামলায় বুধবার ফের আসানসোলের CBI আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ১৪ দিনের জেল হেফাজতের পর গরু পাচার মামলায় বুধবার ফের আসানসোলের CBI আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে। কোর্টে সওয়াল জবাবে অনুব্রতকে বারবার প্রভাবশালী বলে দাবি করেছে CBI। উল্টোদিকে কেষ্টর আইনজীবীর অসুস্থতার যুক্তি দিয়ে জামিনের আর্জি। আগের শুনানিতে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আদালতে জমা করেছে CBI। এনামুলের সঙ্গে অনুব্রতর সরাসরি যোগ ছিল বলেও দাবি তদন্তকারী সংস্থার। কেষ্টকে জেলে গিয়ে একাধিকবার জেরাও করেছে CBI। তদন্তে তিনি যে সহযোগিতা করছেন না, আদালতকে তেমনটাই জানিয়েছে তদন্তকারীরা।

তদন্তকারীরা বলেন, অনুব্রত মণ্ডল এখনও মুখে কুলুপই এঁটে রেখেছেন। জমি-জমা, চালকল, ফিক্সড ডিপোজিট–হিসেব মেলাতে বাহুবলী গড়ে মাটি কামড়ে লাগাতার অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, সোমবারই বীরভূমে আবার কেষ্টর গড়ে অভিযান চালিয়েছে CBI। দুটি দলে বিভক্ত হয়ে অভিযান চালান তদন্তকারীরা। প্রশ্নবাণে ফালাফালা হয়েছেন সুকন্যাও। জিজ্ঞাসাবাদ নেতা ঘনিষ্ঠদেরও। শুধুই বয়ান রেকর্ড নয়। পোস্ট অফিস, ব্যাঙ্কের নথি থেকে ভারত সেবাশ্রমের জমি কেনাবেচাও সব নথি খতিয়ে দেখেন। অনুব্রতকে আবারও হেফাজতে নেওয়ারই আবেদন জানাবে CBI। অন্যদিকে, অনুব্রতর আইনজীবীর তরফে তাঁর জামিনের পক্ষে সওয়াল করা হবে বলে সূত্রের খবর।

Topics

Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata

Related Articles

Leave a Comment