কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার সকাল থেকেই সিবিআই জেরা শুরু করে। সকাল সকাল পৌঁছে যায় বোলপুরের বাড়িতে। এর পরে আটক করে আসানসোলের শীতলপুরে ECL-র গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করা হয় বিকেল সওয়া চারটে নাগাদ। পেশ করা হয় আসানসোল আদালতে। সকাল থেকে চুপ থাকা তৃণমূল এর পরেই সাংবাদিক বৈঠক করে।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে দলের অবস্থান স্পষ্ট। দল কোনও দুর্নীতিকে সমর্থন করে না। এব্যাপারে জিরো টলারেন্স নীতি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পক্ষে যা ক্ষতিকারক, মানুষকে ঠকিয়ে কিছু করে থাকলে তাকে ও সেই ব্যক্তিকে দল সমর্থন করে না। যিনি গ্রেফতার হয়েছেন, তাঁর লড়াই তাঁকেই লড়তে হবে। দল এতে জড়াবে না।’
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকে শাসকবিরোধী তরযাও জোর কদমে শুরু হয়ে যায় । এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ,”তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা এখন সিবিআইয়ের হেফাজতে!
ঠিক মত তদন্ত হলে দেখা যাবে গ্রিন করিডরের মাধ্যমে অনুব্রত মন্ডলের বীরভূম জেলা থেকে টাকা পুলিশের মাধ্যমে আসতো ।”
অনুব্রতকে গ্রেফতারের পর তাকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।’অনুব্রত মণ্ডল এত বড় চোর যে নিজের ঘরে নিজেকে তালা দিয়ে বন্ধ করে বাঁচার চেষ্টা করছিল,’ বললেন অধীর রঞ্জন চৌধুরী
পাশাপাশি দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এক হাত নেন।’Be aware of didi,’বলে বিষ্ফোরক মন্তব্য করেন অধীর।
বাম নেতা Md Selim করা ভাষায় অনুব্রত মণ্ডল এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন।
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিরোধীরা বাতাসা নকুল দানা বিতরণ করেন।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata