কলকাতা টুডে ব্যুরো:রবিবার ফের অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করা হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে এক ঘন্টা ধরে এদিন তার শারীরিক পরীক্ষা চলে। শারীরিক পরীক্ষা শেষে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডল কে কমান্ড হসপিটাল থেকে নিজাম প্যালেসে নিয়ে এসেছে।
রবিবার নিজাম প্যালেসে ফের দফায় দফায় অনুব্রত মণ্ডল কে গরু পাচার কাণ্ডে জেরা করবে তদন্তকারী অফিসারেরা । ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের জন্য একটি প্রশ্নের তালিকা তৈরি করেছেন।
জানা যাচ্ছে তার বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ জোগাড় করেছেন তদন্তকারী আধিকারিকরা, সেই তথ্য প্রমান দেখিয়েই রবিবার তাকে দফায় দফায় জেরা করা হবে টাকার উৎস এবং টাকা লেনদেন নিয়েই মূলত প্রশ্ন করা হবে অনুব্রত মণ্ডলকে।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata