Home সংবাদসিটি টকস খারিজ জামিনের আরজি, ১১ ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে কেষ্ট

খারিজ জামিনের আরজি, ১১ ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে কেষ্ট

গরু পাচার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপটে নেতা অনুব্রত মণ্ডল। শনিবার তাকে ফের আদালতে তোলা হয়। তবে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আসানসোল সিবিআই আদালতের তরফ থেকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গরু পাচার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপটে নেতা অনুব্রত মণ্ডল। শনিবার তাকে ফের আদালতে তোলা হয়। তবে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আসানসোল সিবিআই আদালতের তরফ থেকে।আগামী কয়েকদিনও জেল হেফাজতেই থাকবেন অনুব্রত । নভেম্বর মাসের ১১ তারিখে গরু পাচার মামলার পরবর্তী শুনানি হবে এমনটাই নির্দেশ আদালতের।

এদিন গরু পাচার মামলায় শুনানি চলাকালীন বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। সওয়াল জবাব চলাকালীন বিচারক দীর্ঘ সময় ধরে চলা তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে সিবিআই এর কাছ থেকে একটি সম্ভাব্য তারিখ চায় আদালত। সিবিআই এর দাবি, অনুব্রত মণ্ডল ‘প্রভাবশালী’। তাকে জামিন দেওয়া হলে এই মামলার বিভিন্ন তথ্য নষ্ট হতে পারে। তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। এছাড়াও তদন্তের ক্ষেত্রে কোন রকম সহযোগিতা করছেন না কেষ্ট। এমনটাই অভিযোগ উঠে এসেছে সিবিআই এর তরফ থেকে।

এর পরিপ্রেক্ষিতে অনুব্রত আইনজীবী আদালতে বলেন, গরু পাচার সম্পর্কে অনুব্রত মণ্ডলের কাছে কোন তথ্য নেই বলেই তিনি চুপ করে রয়েছেন। বারবার সিবিআই-এর তরফ থেকে প্রভাবশালী বিষয়টি উল্লেখ করা হচ্ছে। এদিন তাই অনুব্রত আইনজীবী বলেন, দল বদলালে কিংবা রাজনীতি থেকে সরে দাঁড়ালে তবে কি তাঁর এই ‘প্রভাবশালী’ তকমা সরবে? একইসঙ্গে আইনজীবী প্রশ্ন তোলেন, তাঁর আগে কি জামিন মিলবে না?

এছাড়াও অনুব্রতর আইনজীবী এদিন দাবি করেন, তাঁর মক্কেলকে বিগত দুটি মাস ধরে হয়রানি করানো হচ্ছে। একের পর এক চার্জশিট দিয়ে তাঁর জামিন আটকানোর চেষ্টা চলছে। তবে দু পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী খারিজ করলেন অনুব্রতর জামিন।

Related Articles

Leave a Comment