কলকাতা টুডে ব্যুরো: চিনার পার্কের ফ্ল্যাট থেকে এসএসকেএম হাসপাতালেই পৌঁছলেন অনুব্রত মণ্ডল। তার মাথা যন্ত্রণা কাশি এবং বেশ কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। তার জন্য ফুটবল বোর্ডের একটি কেবিনো আগের থেকেই বুক করা ছিল এদের বলে জানা যায়। গরু পাচার কাণডে তাকে ফের সিবিআই কর্তারা তলব করেছেন।
সোমবার তিনি যেতে পারবেন না বলেই ইমেল করে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে সিবিআই পাল্টা ইমেইল করে অনুব্রত মণ্ডল কে জানান সোমবারই তাকে হাজিরা দিতে হবে। তবে সোমবার তিনি চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান।
চিনার পার্কের আবাসনে রবিবার রাতেই এসে পৌঁছন অনুব্রত মণ্ডল। গন্তব্য এসএসকেএম হাসপাতাল। সূত্রের খবর, হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসার কথা রয়েছে।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal SSKM Hospital Administration Kolkata