কলকাতা টুডে ব্যুরো: অনুব্রত মন্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। যে কোনও শর্তে জামিনের আবেদন করেন অনুব্রতর আইনজীবী। তিনি জানান, অনুব্রতর সঙ্গে এনামুলের সরাসরি যোগের প্রমাণ দিতে পারেনি CBI। গরুপাচারের সঙ্গে অনুব্রত-যোগেরও জোরাল প্রমাণ দিতে পারেনি গোয়েন্দা সংস্থা। এর পর তদন্তের অগ্রগতি ও অভিযুক্তকে হেফাজতে রাখার কারণ জানতে চান বিচারক। জবাবে CBI-এর আইনজীবী জানান, এনামুলের সঙ্গে অনুব্রতর যোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বিচারপতি জানতে চান, গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগ পাওয়া গেছে কি? এর সপক্ষে কোনও প্রমাণ আছে কি? তাতে সিবিআই-এর আইনজীবী জানান, গরু পাচারের জন্য কাস্টমস আধিকারিকদের হুমকি দিতেন অনুব্রতর লোকজন। এর পরই অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারত। আগামী ২১ সেপ্টেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেও ১৪ দিনের হেফাজতে পাঠানো হয় অনুব্রতকে। বুধবারই তার মেয়াদ শেষ হয়। তাতে এ দিন ফের আসানসোল বিশেষ CBI আদালতে তোলা হয় অুনুব্রতকে। জেল থেকে বেরিয়ে আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনুব্রত বলেন, “শরীর ভাল নেই।” ঘটনাচক্রে এ দিনই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও দফতরে সিবিআই তল্লাশি শুরু হয়েছে। তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি অনুব্রত।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata