কলকাতা টুডে ব্যুরো:দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, তিনি অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছেন। আর সেই খবরে খুশি বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বেহালায় একটি সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন,’কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে ঘরবন্দি করে রেখেছেন, একটা ভোটেও ওকে বেরোতে দেন না। কেষ্টকে আটকালে কী হবে? গত ২ বছরে কষ্ট পেয়েছে। ওর বউ মারা গিয়েছে।’
এখন নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল।
নিজাম প্যালেসে এদিন তাঁর মক্কেলের সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। নিজাম প্যালেস থেকে বেরিয়ে আইনজীবী সংবাদমাধ্যমর সামনে দাবি করেন, তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের কথা হয়েছে। আর অনুব্রত মণ্ডল খুশি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছেন।
অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, ‘আজ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করি। উনি জানতেন যে মুখ্যমন্ত্রী ওঁকে সাপোর্ট করেছেন, ভরসা জুগিয়েছেন। মুখ্য়মন্ত্রী বলেছেন যে, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আমরাও কোর্টে সেই কথা জানিয়েছি। মুখ্য়মন্ত্রীর সমর্থন পেয়ে ওঁর আত্মবিশ্বাস বেড়েছে। উনি জানিয়েছেন যে, দিদি আমার পাশে এসে দাঁড়াবে। এই ঘটনায় আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগসূত্র নেই।’
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata