কলকাতা টুডে ব্যুরো:এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে জেরার পরিকল্পনা ইডির। পাশাপাশি সায়গল হোসেনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু ইডি-র । সূত্রের খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজত নিতে আবেদন করেছে ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আসানসোল জেল থেকে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট। গরু পাচারের টাকা কোথায় গেল, তারই হদিশ পেতে চাইছে ED।
গরু পাচারের পাহাড়প্রমাণ টাকা কোথায় গিয়ে জমা হয়েছে, তা জানতে সামগ্রিক তদন্তের দায়িত্ব ন্যস্ত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র উপরে। এখনও পর্যন্ত গরু পাচার মামলায় সিবিআই যতটুকু তদন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছে, তাতে একটি বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত। তা হল, শুধু বীরভূম জেলা থেকেই গরু পাচারে বিপুল পরিমাণ টাকা উঠে এসেছে।
জানা যাচ্ছে ভবিষ্যতে অনুব্রত মণ্ডল কে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। তাদের আবেদন মঞ্জুর হলে অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি উড়ে যেতে পারে তারা বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কারণ, কয়লা পাচারের মতো গরু পাচার মামলাও দিল্লিতে সরিয়েছে ED।
Topics
Cattle Smuggling ED Anubrata Mondal Administration Kolkata