কলকাতা টুডে ব্যুরো: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে এর আগে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠায় CBI। গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর মেয়েকে এবার এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ED।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লির ED দফতরে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। তাঁর নামে ইস্যু করা হয়েছে নোটিশ। চলতি মাসের ২৭ তারিখ তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য দিল্লির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গরু পাচার মামলায় সিবিআই এর পাশাপাশি তদন্ত করছে ED। পাচারের যে বিপুল পরিমাণ টাকা তা কোথা থেকে এসেছে এবং কোথায় গিয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছেন তাঁরা। এবার গরু পাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল সুকন্যাকেও। অন্যদিকে ED আধিকারিকরা গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চান, এমনটাই আবেদন জানান আসানসোল বিশেষ আদালতে।
যদিও CBI-এর হাতে গ্রেফতার সায়গলকে এভাবে ED হেফাজতে নিতে পারবে না, এমনটাই জানায় আদালত। যার কারণে এবার সায়গলকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছে ED। ইতিমধ্যে অনুব্রত মণ্ডল সহ তাঁর বহু আত্মীয়ের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। সুকন্যা মণ্ডলের নামেও রয়েছে বহু সম্পত্তি। কেষ্টকন্যার কোম্পানির আয় ব্যয়ের হিসাব চেয়ে এর আগে CBI-এর তরফ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে। আর এবার গরু পাচার সংক্রান্ত মামলায় ED তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এই মর্মেও পাঠানো হল নোটিশ। আগামী ২৭ শে অক্টোবর সুকন্যা দিল্লির ED দফতরে গিয়ে হাজির হন কিনা তা এবার দেখার বিষয়।