কলকাতা টুডে ব্যুরো: গরুপাচার মামলায় দিল্লিতে এনফোর্সনমেন্ট ডিরেক্টরেটের দফতরে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ED সূত্রে খবর।
গরুপাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। সেই মামলার তদন্তেই বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হল সুকন্যাকে। শিক্ষিকার চাকরি করেও, তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি হল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, প্রথমে একা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার পর মুখোমুখি বসানো হয় সায়গলের।
দীর্ঘ আট ঘণ্টা ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গাড়িতে চেপে হোটেলের উদ্দেশে রওনা দেন সুকন্যা। বোলপুর থেকে পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর পরিবারের সদস্যের সঙ্গেই গাড়িতে উঠে বেরিয়ে যান সুকন্যা।
অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ নিয়ে রাজ্য রাজনীতিতেও চাপানউতোর চলছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কথায়, “বাবা এত পাপ করেছে, মেয়েকেও ওই পাপে যুক্ত করেছে..এদের ভাল হতে পারে না।” তবে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য়, “যাঁকে ডাকা হয়েছে তিনি গিয়েছেন। তদন্তের বিষয় এখন কিছু বলব না। আশাকরি তদন্তকারীরা বিজেপি-র রাজনৈতিক এজেন্ডার বদলে নিরপেক্ষ তদন্ত চালাবেন।”