Home সংবাদবর্তমান ঘটনা পরপর দুদিন ই ডি দপ্তরে হাজিরা সুকন্যার, প্রায় সাত ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ কেষ্টকন্যাকে

পরপর দুদিন ই ডি দপ্তরে হাজিরা সুকন্যার, প্রায় সাত ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ কেষ্টকন্যাকে

অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের পরপর দু’দিন ইডির দফতরে হাজিরা। বুধবার সাত ঘণ্টা ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার ফের তাঁকে তলব করে ইডি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের পরপর দু’দিন ইডির দফতরে হাজিরা। বুধবার সাত ঘণ্টা ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার ফের তাঁকে তলব করে ইডি। এদিন ১০টা ১০ নাগাদ ইডির দফতরে ঢোকেন তিনি। বের হন যখন, তখন সময় বিকেল প্রায় ৫টা ১৮। অর্থাৎ এদিনও প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। সূত্রের খবর, বেশির ভাগ প্রশ্নেরই এদিন সদুত্তর দিতে পারেননি সুকন্যা। আর সে কারণেই ফের শুক্রবার তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।

সূত্রের দাবি, সুকন্যা মণ্ডলের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সুকন্যার নামে অর্থও রয়েছে প্রচুর। তদন্তকারীরা জানতে চান, এই সম্পত্তির উৎস কী। সুকন্যার সঙ্গেই বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারি ও ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যেরও। এরমধ্যে মণীশকেও ফের শুক্রবার তলব করা হয়েছে।

সূত্রের খবর, এদিন দু’টি বিশাল আকারের ব্যাগ নিয়ে ইডি দফতরের ঢোকেন সুকন্যা মণ্ডল। তাতে ইডির তলব করা তথ্যনথি ছিল বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, সুকন্যার সঙ্গে এদিন ছিলেন তাঁর এক বান্ধবী, দুই আত্মীয়ও ছিলেন।

সূত্রের খবর, মূলত সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তি ও তাঁর অ্যাকাউন্টে থাকা টাকা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সূত্রের খবর, গোয়েন্দারা জানতে চান তাঁর নামে থাকা বিপুল সম্পত্তি ও জমির উৎস কী? এএনএম অ্যাগ্রো কেমের অধীনে থাকা ভোলে ব্যোম রাইস মিলের মালিকানা নিয়েও তাঁর কাছে জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর। এমনও অভিযোগ রয়েছে, সুকন্যা বহু টাকা ধার দিয়েছে। মনে করা হচ্ছে, তদন্তকারীরা এর উত্তরও জানতে চান অনুব্রত-কন্যার কাছে।

Related Articles

Leave a Comment