Home সংবাদসিটি টকস বড়ো ধাক্কা অনুব্রতর,দিল্লি নিয়ে গিয়ে ইডিকে জেরার অনুমতি আদালতের

বড়ো ধাক্কা অনুব্রতর,দিল্লি নিয়ে গিয়ে ইডিকে জেরার অনুমতি আদালতের

গোরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে দীর্ঘদিন ধরেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:গোরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে দীর্ঘদিন ধরেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অবশেষে সেই আবেদন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।গত শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। অনুব্রতকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আগেই প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিল ইডি। সেদিন শুনানি হলেও, রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। অবশেষে সোমবার এই মামলার রায় দিল রাউস অ্যাভিনিউ কোর্ট।

অনুব্রতকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয়, তার জন্য বারবারই সওয়াল করতে দেখা গিয়েছে তাঁর আইনজীবী কপিল সিব্বলকে।আদালতের সওয়ালে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তীব্র বিরোধিতা করেন সিব্বল। তাঁর দাবি, তৃণমূল নেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগই দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গে। তাই অনুব্রতর মামলা শুনানি দিল্লির আদালতে চলতে পারে না। পাল্টা ইডির আইনজীবী জানান, তদন্তের ভার যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর রয়েছে, সেখানে এই ধরণের যুক্তি অমূলক। তবে, দু’পক্ষের সওয়াল পাল্টা সওয়ালের পর অবশেষে আদালতের রায় ইডির পক্ষেই গেছে। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেও তা তিনি পাননি। আদালত এদিন জানিয়ে দিয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি।

প্রশ্ন উঠছে, তবে কি আজই দিল্লির পথে ইডি কেষ্টকে নিয়ে রওনা দেবে? জেলের নিয়ম অনুযায়ী বিকেল ৫টায় ‘লাস্ট কাউন্টিং’ হয়। এরপর কাউকে জেল থেকে বের করা যায় না। ফলে আজ সোমবার কেষ্টকে দিল্লি নিয়ে যেতে কষ্ট আছে ইডির। সেক্ষেত্রে আবার কিছুটা সময় পেলে মঙ্গলবারের মধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে দিল্লি যাওয়া আটকানোর মরিয়া চেষ্টা করবেন অনুব্রত। সেটিও মাথায় রাখবে ইডি বলেই ওয়াকিবহাল মহলের ধারনা।

Related Articles

Leave a Comment