কলকাতা টুডে ব্যুরো:গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ED। সাড়ে ৫ ঘণ্টা জেরার পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতকে জেরা করতে দিল্লি থেকে এসেছিল ইডির প্রতিনিধিরা। আসানসোল জেলে ছিলেন অনুব্রত।
অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সকালে আসানসোল জেলে যান ইডির আধিকারিকরা। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপর জানা গেল, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মামলায় সিবিআই-এর পর অনুব্রতকে গ্রেফতার করল ইডি। সদুত্তর দিচ্ছিলেন না অনুব্রত, ইডি সূত্রেই খবর। জেরা শেষ হলে জেল থেকে বেরিয়ে যান ইডির তিন আধিকারিকরা।
আগামী শুক্রবার অনুব্রতকে আদালতে পেশ করা হবে। বীরভূমের তৃণমূল সভাপতিকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাতে পারে ইডি। অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার অনুব্রতকে আসানসোলের আদালতে তোলা হতে পারে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে জেরা শুরু হয়। সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে জেরা। তারপর অনুব্রতকে গরু পাচার মামলায় গ্রেফতার করে ইডি। তাদের কাছে ছিল চার পাতার প্রশ্ন। বিপুল সম্পত্তি, টাকার লেনদেনের উত্স্য সম্পর্কে ম্যারাথন জিজ্ঞেসাবাদ করা হলে সদুত্তর দেননি অনুব্রত। তারপরেই তাকে গ্রেফতার করে ED।