কলকাতা টুডে ব্যুরো:প্রায় দেড় মাস পর নিজের গড় বীরভূমে ফিরেছিলেন তিনি৷ কিন্তু অস্বস্তি পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলকে৷ ফের তৃণমূল নেতাকে ডেকে পাঠালো সিবিআই৷ এবার ভোট পরবর্তী অশান্তির মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রতকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ মঙ্গলবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে৷
তবে গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েই ফের এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। শারীরিক কয়েকটি পরীক্ষার পর যদিও তৃণমূল নেতাকে ছেড়ে দেন চিকিৎসকরা। আপাতত তাঁকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ Anupam Hazra:অর্জুনের পর এবার বেসুরো অনুপম হাজরা
গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই রাজনীতিবিদের। বীরভূমের ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। এবার সেই মামলতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা।