কলকাতা টুডে ব্যুরো:পরেশ অধিকারীর পর এবার পার্থ চট্টোপাধ্যায়কেও তলব। পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই। আগামী সপ্তাহে সিবিআই-এর দফতরে হাজিরার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও তথ্য জানতে চায় সিবিআই। প্রথমবার বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে। তথ্য খতিয়ে দেখার পর যে নতুন প্রশ্ন উঠেছে তারই উত্তর চাইবে সিবিআই। খবর সিবিআই সূত্রে।
অন্যদিকে পার্থকে রক্ষাকবচ দিক আদালত এই আবেদনই জানালেন পার্থের আইনজীবী। সিবিআইয়ের হেফাজত থেকে রক্ষা পেতেই এই আবেদন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ Paresh Adhikary:পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেতন ফেরত, স্কুলে ঢুকতে বাধা দেওয়ার নির্দেশ আদালতের
প্রসঙ্গত বুধবার প্রায় সাড়ে ৩ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরোন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।যদিও সেদিন বাইরে বেরিয়ে কোনও মন্তব্য করেননি। ডিভিশন বেঞ্চ থেকে কোনও রক্ষাকবচ না পেয়ে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।