কলকাতা টুডে ব্যুরো:বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে সিবিআই তলব। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্ সরকারের মৃত্যুর ঘটনায় তলব।
বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ, খবর সিবিআই সূত্রে। গত শনিবার পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিত্। সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নাতেও বসেছিলেন বিশ্বজিত্ সরকার।
একুশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরের দিনই বেলেঘাটার বিজেপির কার্যকতা অভিজিৎ সরকারের মৃত্যু হয় ।কেউ বা কারা তাঁর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিলেন। ওই ঘটনার পর তাঁর পরিবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সিবিআই তদন্তের আেদন জানান তাঁর দাদা বিশ্বজিৎ সরকার।
আরও পড়ুনঃ Aparajito : অনীক এর ‘হরেক আবদার
ভোটপরবর্তী হিংসার মামলায় হাইকোর্টের নির্দেশের পরেই সেই তদন্তভার গিয়ে পড়ে সিবিআই-র উপর। মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ বারবার অভিযোগ করেন, এক বছর কেটে যাওয়ার পরেও যাদের বিরুদ্ধে অভিযোগ বেলেঘাটার সেই বিধায়ক পরেশ পাল এবং কাউন্সিলর স্বপন সমাদ্দারকে তলব করা হয়নি সিবিআই-র তরফে বা তাঁদের গ্রেফতারও করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।