Home সংবাদসিটি টকস CBI Raid- এবার Newtown এ CBI-এর তল্লাশি অভিযান, ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ

CBI Raid- এবার Newtown এ CBI-এর তল্লাশি অভিযান, ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ

by Web Desk
CBI: কোটি কোটি টাকা উদ্ধার হল বিধায়ক জাফিকুলের বাড়ি থেকে

CBI Raid In Kolkata : সোমবার সকালে নিউটাউন এলাকায় তল্লাশি চালায় সিবিআই।  নিউটাউনের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সুত্র মারফত জানা যাচ্ছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় এই তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। জানা যাচ্ছে প্রায় ১০০ কোটি টাকার প্রতারণা করা হয়েছে। তবে কারা যুক্ত এই প্রতারণায় তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালে এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালান হয়। সকাল ১০টা নাগাদ ওই ব্যাঙ্ককর্মীকে নিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত সপ্তাহেও রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে টাকা গোনার যন্ত্র নিয়ে ঢোকে সিবিআই। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর মিলেছিল, বিধায়ক জ়াফিকুলের বাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। যার মধ্যে বিধায়কের বাড়ির শৌচাগার থেকে সাত লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছিল।

পাশাপাশি তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও হানা দেয় সিবিআই। বাপ্পাদিত্যের বাড়ি থেকেও দুপুর সওয়া ২টো নাগাদ বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Comment