Home সংবাদসিটি টকস টেট দুর্নীতি মামলায় মানিক-রত্নার বাড়িতে সিবিআই-এর তল্লাশি অভিযান

টেট দুর্নীতি মামলায় মানিক-রত্নার বাড়িতে সিবিআই-এর তল্লাশি অভিযান

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:টেট দুর্নীতি মামলায় সিবিআই-এর তল্লাশি অভিযান। শহরের একাধি জায়গায় তল্লাশি অভিযান। প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচির বাড়িতেও তল্লাশি চলছে।

 

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বাড়িতে তল্লাশিতে যায় সিবিআই-এর একটি দল। তল্লাশি চলছে সচিব রত্না চক্রবর্তীর বাগচির বাড়িতেও। সংসদের অফিসেও গিয়েছে সিবিআই টিম। মূলত তদন্তের স্বার্থে নথি বাজেয়াপ্ত করতেই এই অভিযান বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন

 

দিন কয়েক আগে হাইকোর্টের নির্দেশে অপসারিত হন মানিক ভট্টাচার্য। এবার মানিকের বাপুজি নগরের বাড়িতে অভিযান চালাল সিবিআই। এদিকে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে সিবিআই-এর ৫ জন অফিসার তল্লাশি চালাচ্ছেন বলে খবর।

Related Articles

Leave a Comment