কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার আগরতলায় ভোটপ্রচারে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।টাউন বড়দোয়ালি ও আগরতলা বিধানসভায় ২৩ জুন উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির দিকে আক্রমণ শানালেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, তাঁর ত্রিপুরায় আসা আটকাতেই স্ত্রী রুজিরাকে নোটিস পাঠিয়েছে সিবিআই, তবে তিনি দমবার পাত্র নন।
তৃণমূল ত্রিপুরায় পা রাখাতেই, রাজ্যের মুখ্যমন্ত্রী বদলাতে বাধ্য হয়েছে বিজেপি। ২০২৩ সালে বিধানসভাতেও বদল আসবে। বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বললেও ত্রিপুরায় কোনও উন্নতি করতে পারেনি গেরুয়া শিবির। এখনও ত্রিপুরাবাসীকে স্বাস্থ্য চিকিৎসা করাতে কেন কলকাতায় আসতে হয় তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।
অভিষেক বলেন, বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন। তিনি ত্রিপুরায় আসতে গেলেই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রব কেন শুরু হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। উত্তর-পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে রাজনৈতিক হিংসা হয় সেকথা উল্লেখ করেন অভিষেক। জানান, ত্রিপুরায় তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরসারি ভোট দেওয়া। ত্রিপুরায় তৃণমূলকে বিজেপি ভয় পাচ্ছে, দাবি করেন অভিষেক।