কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। সাধারন মানুষের পাশপাশি রাজনৈতিক নেতা মন্ত্রী থেকে অভিনেতা অভিনেত্রীরা সকলেই এই অনুষ্ঠানে মেতে উঠেছেন। শত ব্যাস্ততার মধ্যেও বছরের একটা দিন ভাইরা সব কাজকে দূরে সরিয়ে রেখে উপস্থিত হয়েছেন বোনেদের কাছে।
বোনেরাও ভাইদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখতে নারাজ। বাদ পড়লেন না অভিনেত্রী Shubhoshree Ganguly এবং গায়ক Jeet Ganguly। তাঁরা দুজনে জন্মসুত্রে ভাইবোন নন। কর্মসূত্রে তাঁদের পরিচয়। বর্তমানে একজন কলকাতার বাসিন্দা এবং অন্যজন থাকেন মুম্বইতে। কিন্তু তবুও বছরের এই একটা দিন একজায়গায় হন দুই শিল্পী। এই বছরও তাঁর ব্যাতিক্রম হল না। বোন শুভশ্রীর কাছে ফোঁটা নিতে সুদূর মুম্বই থেকে কলকাতায় উড়ে এলেন জিত্ গাঙ্গুলী।
পিছিয়ে থাকলেন না শুভশ্রীও। সঙ্গীত শিল্পী দাদার কপালে চন্দনের ফোঁটা দেওয়া থেকে শুরু করে শাঁখ বাজানো, উলু ধ্বনি দিয়ে দাদার মঙ্গল কামনা করা এবং তারপর ভাইয়ের পাতে পাঁচ রকমের মিষ্টি কোনও কিছুতেই খামতি রাখলেন না অভিনেত্রী। প্রতি বছরই ভাইফোঁটায় শুভশ্রীর কাছে ফোঁটা নিতে আসেন জিত্ গাঙ্গুলী। এক বেসরকারি সংবাদ সংস্থাকে সঙ্গীত শিল্পী জানান, “শুভ আর আমার সম্পর্কটা একদম আলাদা। আমার বাবা ওঁকে মেয়েই বলত। যেহেতু আমরা দু’জনেই গঙ্গোপাধ্যায়, সেহেতু সম্পর্কটা যেন আরও কাছের। বার বার করে ও বলেছিল আসতেই হবে। কাল সকালেই আমি ফিরে যাব”।
এত গেল রীতি পালনের কথা। কিন্তু সেলিব্রিটি দাদার আপ্যায়নে ভুরিভোজের কি আয়োজন করেছিলেন শুভশ্রী? জানা গিয়েছে দাদার জন্য সকালের জলখাবারে লুচি, আলুর তরকারি। এবং দুপুরে সরু চালের ভাত, সঙ্গে পাঁঠার মাংসের আয়োজন করেছিলেন অভিনেত্রী। এছাড়াও পাতে ছিল হরেক রকমের তরকারি। যা দেখে আপ্লুত জিত্। বেসরকারি সংবাদ সংস্থাকে রাজ ঘরণী বলেন, “জিত্দার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। সেই সম্পর্ক শুধু কাজের সূত্রেই নয়, একটা আত্মিক টান রয়েছে। একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। বলা ভাল, এই দিনটার জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি”।