কলকাতা টুডে ব্যুরো: ভাইফোঁটার এই শুভদিনে আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রেটিদেরকেও। সকাল থেকেই ভাইদের নিয়ে এই বিশেষ দিন উজ্জাপনে বেস্ত তাঁরা। কেউ কেউ আবার নিজেদের মতো করেই পালন করতে ব্যস্ত ভাইফোঁটা।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা : ভাইফোঁটার আনন্দে মাতলেন ইন্ডাস্ট্রি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ও। প্রতিবছরের মতোই এই বছরও বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। বোনের কাছে ভাইফোঁটা নেওয়ার পাশাপাশি আরও দুই তুতো দিদির হাত থেকে ভাইফোঁটা নেন অভিনেতা। পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাইফোঁটা নেওয়ার ছবি পোস্ট করে অভিনেতা লিখেন ভাইফোঁটার দিনটা বরাবরই স্পেশাল।
অঙ্কুশের ভাইফোঁটা : বোনেদের সঙ্গে ভাইফোঁটার উত্সবে মাতলেন অভিনেতা অঙ্কুশও। নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে ভাইফোঁটার সেই ছবি পোস্ট করেন অভিনেতা। একটি ছবিতে বোনের হাত থেকে ফোটা দিতে দেখা যায় দাদা অঙ্কুশকে। অন্য আরেকটি ছবিতে দেখা যায় বোনকে আশীর্বাদ করছেন অঙ্কুশ। ছবির ক্যাপশনে অঙ্কুশ মজা করে লেখেন “না বয়সটা হচ্ছে এবার”।
কৌশানির ভাইফোঁটা : নিজের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও। সেখানে নিজের দাদাদের ফোটা দেওয়ার পাশাপাশি রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকেও ভাইফোঁটা দেন অভিনেত্রী।
বিক্রমের ভাইফোঁটা : টেলিভিশন সিরিয়াল থেকে যাত্রা শুরু হলেও এখন বিভিন্ন ওয়েব সিরিজ এবং বেশ কিছু সিনেমার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে বিক্রম চ্যাটার্জিকে। এ বছরে ভাইফোঁটা খানিকটা অন্যরকম ভাবে কাটাতে চান তিনি। সারাটা দিন সময় দিতে চান নিজের বোন মীরাকে। সারাদিনের প্ল্যান আজ বোনের আর সেই প্ল্যান মতোই চলবেন দাদা বিক্রম।
তৃণার ভাইফোঁটা : ‘খড়কুটো’, ‘খোকাবাবু’ প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকের অত্যন্ত চেনা মুখ হলেন তৃণা সাহা । এই বছরে তিনি নিজের ভাইকে তো ফোঁটা দিয়েছেনই পাশাপাশি টালিগঞ্জ বাঁশদ্রোণীর নবনীড় বৃদ্ধাশ্রমে আয়োজিত ভাই ফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার দিনে ভাইয়ের সাথে তোলা কিছু ছবি শেয়ার করেছেন তৃণা।
শুভশ্রীর ভাইফোঁটা : ভাইফোঁটা উদযাপনে পিছিয়ে থাকলেন না শুভশ্রীও। সঙ্গীত শিল্পী দাদার কপালে চন্দনের ফোঁটা দেওয়া থেকে শুরু করে শাঁখ বাজানো, উলু ধ্বনি দিয়ে দাদার মঙ্গল কামনা করা এবং তারপর ভাইয়ের পাতে পাঁচ রকমের মিষ্টি কোনও কিছুতেই খামতি রাখলেন না অভিনেত্রী। প্রতি বছরই ভাইফোঁটায় শুভশ্রীর কাছে ফোঁটা নিতে আসেন জিত্ গাঙ্গুলী। এক বেসরকারি সংবাদ সংস্থাকে সঙ্গীত শিল্পী জানান, “শুভ আর আমার সম্পর্কটা একদম আলাদা। আমার বাবা ওঁকে মেয়েই বলত। যেহেতু আমরা দু’জনেই গঙ্গোপাধ্যায়, সেহেতু সম্পর্কটা যেন আরও কাছের। বার বার করে ও বলেছিল আসতেই হবে। কাল সকালেই আমি ফিরে যাব”
রাজ চক্রবর্তী ভাইফোঁটা : পরিচালক হিসেবে পরিচিতি তিনি পেয়েছিলেন বহুদিন আগেই। বর্তমানে রাজনীতির ময়দানেও চেনা নাম রাজ চক্রবর্তী । তবে ভাইফোঁটার দিনে সমস্ত ব্যস্ততাকে খানিকটা দূরেই সরিয়ে রাখলেন রাজ । আর তারপর দিদি বোনেদের নিয়ে একেবারে তাঁর বাড়ি যেন চাঁদের হাট। দিদি বোনেদের সঙ্গে ভাই ফোঁটার দিনে তোলা তাঁর বেশ কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
জিতুর ভাইফোঁটা : ‘অপরাজিত’র মুখ্য চরিত্র জিতু কামালও ভাইফোঁটার দিনে একেবারে হালকা মেজাজে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা কিছু ছবিতে বোনের সঙ্গে হইহুল্লোড় করতে দেখা গিয়েছে তাকে।
ঋদ্ধিমার ভাইফোঁটা : ব্যোমকেশের সত্যবতী ঋদ্ধিমা ঘোষকে তাঁর পোস্ট করা ভাইফোঁটা স্পেশাল কিছু ছবি দেখেও বেজায় খুশি নেটিজেনরা। সেই ছবিতে ভাইফোঁটা দিতে দেখা গিয়েছে ঋদ্ধিমাকে। যদিও বাঙালিরা আজকের দিনটিকেই ভাইফোঁটা বলে পালন করেছেন কিন্তু ঋদ্ধিমা সেই কাজটি সেরে ফেলেছেন গতকাল।
দিতিপ্রিয়ার ভাইফোঁটা : বৃহস্পতিবার টালিগঞ্জে নিজের বাড়িতেই ভাইফোঁটার আয়োজন করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তবে শুধু নিজের দাদা ও ভাইদের ফোঁটা দেওয়াই নয় সেই সঙ্গে পথ শিশুদেরও ভাইফোঁটা দিলেন পর্দার রানী রাসমণি। বৃহস্পতিবার সকালে নিজের গাড়িতে করেই টালিগঞ্জের বস্তি এলাকার শিশুদের বাড়িতে নিয়ে যান দিতিপ্রিয়া। সামনে শীত আসছে, তাই পথ শিশুদের ভাইফোঁটায় উপহার হিসেবে কম্বল দেন অভিনেত্রী। এছাড়াও চাল, ডাল, তেল, বিস্কুট, চানাচুরের মত কিছু খাবার তুলে দেন বাচ্ছা দের হাতে এরপর আবারও গাড়িতে করে তাঁদের বস্তিতে ফিরিয়ে দিয়ে আসেন অভিনেত্রী।