কলকাতা টুডে ব্যুরো: আগামী ১লা নভেম্বর থেকে টানা আড়াই মাস পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে উন্নয়নের বার্তা নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস সভা করবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মহিলা তৃণমূল পঞ্চায়েত সভা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান, রাজ্যের মন্ত্রী Chandrima Bhattacharya।তবে সাংগঠনিকভাবে ৩১ টি জেলায় যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ,সেখানে যেমন যাবে এই মহিলা পঞ্চায়েত সভা তেমনি, তার পাশাপাশি দার্জিলিং, কালিংপং ও সমতল এলাকাতেও যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে না, সেখানেও উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছবে তৃণমূল কংগ্রেসের মহিলা টিম।
তৃণমূল কংগ্রেসের অন্যতম মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভায় বিল এনে মহিলাদের পঞ্চায়েতে আসন সংরক্ষণ ৫০ শতাংশ করতে সক্ষম হয়েছিল। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে সেই একই মহিলা সংরক্ষণ আসন বহাল থাকবে বলে তিনি জানান। চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, যে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন বা ভোটের দিকে তাকিয়ে জনসংযোগ করে না। সবসময় জনসংযোগের মধ্যে থাকে রাজ্যের শাসক দল। বিজয় সম্মেলনী ৫০০- রও বেশি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে জনসংযোগ গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস । তার মন্তব্য, কেন্দ্রে থাকা সরকার কি ভাবে এ রাজ্যের ওপর অন্যায় করছে, তা এই বিজয়া সম্মেলনী থেকে তুলে ধরা হবে। শুধু তাই নয়, এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বর্তমান শাসক দল কিভাবে জনহিতকর কাজগুলি করে চলেছে সেই বার্তাও দেওয়া হবে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে।
এর পাশাপাশি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোমিমপুরের সংঘর্ষের প্রসঙ্গে করা মন্তব্যর সমালোচনা করে বলেন, আজ উনি যার জন্য নেতা হয়েছেন, সেই জায়গাকে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে ছোট করা উচিত নয়। মোমিমপুরে সংঘর্ষে কোথায় বোমা বাধা হয়েছে, সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেন, তারও তীব্র ভাষায় সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য।