কলকাতা টুডে ব্যুরো: ফিরহাদ হাকিম রবিবার খিদিরপুরে ভুকৈলাস মন্দিরে যান। সেখানে গিয়ে Firhad Hakim বলেন, এখানে সব মানুষ একসাথে থাকে। আমরা একসাথে সব অনুষ্ঠান করি। প্রতিবছর এই দিনে আমি আসি ।আমরা সবাই মিলে একসাথে ছট পুজো করি। বিহারে একদিন ছুটি দিয়েছে। ছট পূজার জন্য এখানে দুদিন ছুটি।
বিজেপি নানারকম কথা বলছে, অভিযোগ আনছে,সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদের মন্তব্য, বিজেপির কাজটাই ওটা । ওরা ওটাই করছে। ওরা এসব করুক আমরা কাজ করি, সময় নষ্ট না করে । এভাবেই বিরোধীদের ছট পূজায় বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পরে খিদিরপুরে তক্তা ঘাটে গিয়ে সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘বাংলাতে এক সঙ্গে দুর্গাপুজো ,কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, গুরু নানকের জন্মদিন এবং ছটপূজা ও ঈদের নামাজ হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তার জন্যই এটা সম্ভব হচ্ছে।”
ফিরহাদ দাবি করেন, “বাংলায় যারা থাকে এ রাজ্য তাদের। এই রাজ্যে সকলে সমানভাবে সব ধর্মের অধিকার পান। ছট পুজো বা এই উত্সবের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আন্তরিক তার বড় প্রমাণ হল যেখানে বিহারে এই উত্সবে একদিন ছুটি পাওয়া যায় সেখানে পশ্চিমবঙ্গে তিনি পরপর দুদিন ছুটি দিয়েছেন।” ফিরহাদ হাকিমের পাশাপাশি খিদিরপুর তক্তাঘাট এবং দই ঘাটে এলাকা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক Debashis Kumar, CP Vineet Kumar Goyel সহ অন্যান্য ব্যক্তিরা।ছট পুজোতে অংশগ্রহণকারী পুণ্যার্থীদের অভিনন্দন জানান কলকাতার পুলিশ কমিশনার বিনিত কুমার গোয়েল।