Home সংবাদসিটি টকস কল্যাণী AIIMS’এ বেআইনি নিয়োগের অভিযোগে বাঁকুড়ার বিজেপি বিধায়কে জিজ্ঞাসাবাদ সিআইডির

কল্যাণী AIIMS’এ বেআইনি নিয়োগের অভিযোগে বাঁকুড়ার বিজেপি বিধায়কে জিজ্ঞাসাবাদ সিআইডির

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কল্যাণী AIIMS’এ বেআইনি নিয়োগের অভিযোগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ CID-র। এর জন্য আগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ শহরে শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ

 

এর আগে এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছেন CID অফিসাররা। যদিও বুধবার নীলাদ্রিশেখর দানা হুমকি দিয়েছেন, তিনিও সবার কীর্তি ফাঁস করবেন

Related Articles

Leave a Comment