কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না জিতেন তিওয়ারি। কয়লা পাচারের পুরনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CID ভবানী ভবনে তলব করেছিল জিতেনকে। কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন জিতেন।
রানিগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল থানা এলাকার কয়লা পাচার মামলায় সাক্ষী হিসেবে CID তলব করেছে জিতেনকে। যে সময়ের মামলা সেই সময় জিতেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের মেয়র ছিলেন। অন্ডাল থানা আসানসোল পুরসভা বা পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকায় পড়ে না। তাই জিতেনকে তলব করা হলেও তিনি যাবেন না। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের একাংশ জানিয়েছে, এ নিয়ে হাইকোর্ট যদি জিতেনকে কোনও নির্দেশ দেয় সেই নির্দেশ তিনি মানবেন।
জিতেন্দ্রর দাবি, ২০২০ সালে তিনি আসানসোল পুরনিগমের মেয়র ছিলেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন। কিন্তু রানিগঞ্জ বিধানসভার অন্ডাল থানায় একটি মামলায় তাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। যা আসানসোল পৌরনিগম এলাকার মধ্যে পড়ে না পাণ্ডবেশ্বর বিধানসভার আওতায় পড়ে না। তাই তিনি সিআইডির এই তলবে যাবেন না। হাইকোর্ট যদি এই সংক্রান্ত বিষয়ে তাকে তলব করে বা চিঠি দেয় তবেই তিনি সিআইডির কয়লা কাণ্ডের এই মামলায় সাক্ষী হিসেবে যাবেন।
Topics
Coal Scam CID Jitendra Tiwari Administration Kolkata