Home সংবাদসিটি টকস অভিষেককে তলব ED-র

অভিষেককে তলব ED-র

কয়লা পাচারকাণ্ডে ( Coal Scam ) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ED । সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে ( Coal Scam ) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ED । সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

সোমবার মেয়ো রোডের সমাবেশ থেকে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপরের দিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী আশঙ্কা সত্যি হয়। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সভার পর দিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি ED। এরপর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। কিছুদিন বাদে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে CBI!

২১ জুলাইয়ের পর সোমবার তৃণমূলের প্রথম কোনও বড় সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু’জনের গলাতেই উঠে আসে ফের কিছু ঘটার আশঙ্কা! এই সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, “এই যে আজকে এত বড় সমাবেশ, আপনারা আমার কথা লিখে রাখুন, চার পাঁচ দিনের মধ্যে আবার কিছু একটা করবে। আজ এত বড় সভা হয়েছ। এর ৩-৪ দিনের মধ্যে হয়ত কিছু ঘটবে…. ‘ অভিষেকের সেই আশঙ্কা কার্যত সত্যি করেই ফের তাঁকে ইডি তলব করল।

Topics

Coal Scam ED Abhishek Banerjee Administration Kolkata

Related Articles

Leave a Comment