Home সংবাদসিটি টকস মন্ত্রীর বাড়িতে CBI তল্লাশি, কি কি উদ্ধার হল?

মন্ত্রীর বাড়িতে CBI তল্লাশি, কি কি উদ্ধার হল?

সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে CBI হানা। এইবার ঠিক কি পাওয়া গেল CBI হানায়?

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে CBI হানা। এইবার ঠিক কি পাওয়া গেল CBI হানায়? এই প্রশ্নের উত্তরে মলয় ঘটক বলেন, “এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধায়ক ও মন্ত্রী হিসেবে টাকা জমা হয়, আমার আয়করের রিটার্ন দেব বলে গত এক বছরেরটা আমি তুলে রেখেছিলাম। সেটা নিয়ে গিয়েছে। আর ১৪ হাজার টাকা নগদ এখনও আমার পকেটে আছে। গোণার পর ওনারা বললেন, এটা আমরা বাজেয়াপ্ত করছি না। আমার তিনটি ফোন নিয়ে গিয়েছেন, সিমগুলি দিয়ে গিয়েছে।”

তিনি আরও জানান, “আমি যেখানে থাকি, সেটি সরকারি আবাসন। আমার ভাই যেখানে থাকেন সেটি পৈত্রিক বাড়ি। ১০০ বছরেও বেশি পুরনো। আমাদের দাদু করে গিয়েছিলেন। সেখানে আমাদের পিসি, কাকা সবার শরিকি ভাগ আছে। আমার লেক গার্ডেন্সের বাড়ি ৮৮ লাখ টাকা ব্যাঙ্ক ঋণ নিয়ে কেনা হয়েছে।”

এর আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় হাজিরা দিতে পারেননি তিনি। সেই প্রসঙ্গে মলয় বাবুর বক্তব্য, তাঁকে যখন ডাকা হয়েছিল, তখন একবার আসানসোল পুরনিগম নির্বাচনের আগে, একবার আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ডাকা হয়েছিল। আর একবার যে নথিগুলি নিয়ে যেতে বলা হয়েছিল, সেই নথির তালিকা ফাঁকা ছিল বলে দাবি মন্ত্রীর। সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন, যতবার তাঁকে ডাকা হয়েছিল, তিনি তার জবাবও দিয়েছেন। নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তাঁকে ডাকা হয়, সেই কথাও চিঠিতে তিনি জানিয়েছিলেন বলে দাবি মন্ত্রীর।

Topics

Coal Smuggling CBI Maloy Ghatak Administration Kolkata

Related Articles

Leave a Comment