Home খেলাধুলাCommonwealth Games 2022 Commonwealth Games 2022-এ ভারতকে প্রথম সোনা এনে দিলেন ইম্ফলের কন্যা মীরাবাই

Commonwealth Games 2022-এ ভারতকে প্রথম সোনা এনে দিলেন ইম্ফলের কন্যা মীরাবাই

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন ইম্ফলের কন্যা মীরাবাই। এদিন বার্মিংহ্যামে ভারতের ভারোত্তোলনে জয়জয়কার।

ভারোত্তোলনে বাকি প্রতিযোগীদের উড়িয়ে দিয়ে সোনা জিতলেন ভারতের প্রতিযোগী। অলিম্পিক্সে রুপোর পর কমনওয়েলথে দ্বিতীয় বার সোনা জিতলেন চানু। স্ন্যাচিং ও ক্লিন এবং জার্ক বিভাগে তুললেন ২০১ কিলো।

স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ৮৪ কিলো তোলেন চানু। পরের বার তোলেন ৮৮ কিলো। তৃতীয় বার ৯০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। স্ন্যাচিং বিভাগের শেষে শীর্ষে ছিলেন তিনিই। ৮৮ কিলো তুলে গেমস রেকর্ড গড়েন চানু। এটি তাঁর ব্যক্তিগত রেকর্ডও।

Topics

Commonwealth Games  Birmingham Mirabai Chanu Gold Medal Sports  Kolkata

Related Articles

Leave a Comment