কলকাতা টুডে ব্যুরো:”আমি তৃণমূল কংগ্রেসের কঠিন দিনের সৈনিক। আমি ছিলাম আমি আছি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক থাকব। দল করতে গেলে দলের নানা কথা মেনে চলতে হয়। আর সেইসঙ্গে আমি বোরোলিন সঙ্গে নিয়ে চলি জীবনের ওঠাপড়া আমার গায়ে লাগেনা। “এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।
এদিন কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন তাকে প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জেরে তাকে কি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরে সরাসরি কোন মন্তব্য করেননি কুনাল ঘোষ।
তবে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয় কুনাল ঘোষ স্পষ্ট বলে, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে কোন মন্তব্য করবেন না। তার কারণ হিসেবে তিনি বলেন যে তিনি এই বিষয়ে কিছু বলতে বাধ্য নন তবে তিনি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা মেনে চলা একজন সৈনিক।
Topics
Congress CPM BJP TMC Administration Kolkata