Home সংবাদসিটি টকস কেন্দ্র বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত মানুষের ভালো চেয়ে নেননি, দাবি কুনালের

কেন্দ্র বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত মানুষের ভালো চেয়ে নেননি, দাবি কুনালের

রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। আদালতের জানাল, রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। আদালতের জানাল, রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। বাংলার সরকারের এই প্রকল্প দেশের ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন’-এরও পরিপন্থী বলে মত আদালতের। এই প্রসঙ্গে কুনাল খোজ জানান, “কলকাতা হাইকোর্টের রায়ের উপর তো আমরা মন্তব্য করতে পারি না তবে আমরা যেটা বলছি এই যে দূরে রেশন এতে মানুষ সুবিধা পাচ্ছে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে এই মডেল গ্রামের কথা ভাবুন একজন রেশন ডিলার কতদূর এক একটি গ্রাম। সেই জায়গায় যদি বাড়ির কাছাকাছি এসো মানুষ পায় কত মানুষের সুবিধা হবে সেই জন্যই মানুষ দুহাত তুলে প্রশংসা করছিলেন এই মডেলটিকে।”

এরই মধ্যে রেশন নিয়ে নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্র। আরও ৩ মাস মিলবে বিনামূল্যে কেন্দ্রের রেশন, এমনটাই জানান হয়েছে। বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের তরফে। করোনার কারণে ২০২০ এর নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র। সেই মেয়াদ আরও ৩ মাস বিনামূল্যে রেশনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে কুনাল ঘোষ এদিন বলেন, ” কেন্দ্র এই সিদ্ধান্ত মানুষের ভালো চেয়ে নেন নি। কারণ এই কেন্দ্রীয় সরকারি তো এই বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। সেখানে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে তাদের কোন রাজ্যে ভোট আছে। তৃণমূল কংগ্রেস মানুষের কথা ভেবেছে। সৌগত রায় চিঠি দিয়ে বলেছেন যে এখনি বন্ধ করবেন না। কারণ এই করোনা লকডাউন দারিদ্র্য এর থেকে ধীরে ধীরে বেরোনো হচ্ছে। পশ্চিমবঙ্গ তুলনায় ভালো আছে কিন্তু বহু রাজ্যের বহু অবস্থা খারাপ। একাধিক রাজ্য চিঠি দিয়েছে ফলে তার ওপর দাঁড়িয়ে কিছু রাজ্যের নির্বাচনী তাগিদ, অন্যদিকে একাধিক রাজ্য থেকে পাওয়া চিঠির যে বক্তব্য জানানো হয়েছে তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আরো তিন মাস বাড়াচ্ছে।”

Topics

Congress  CPM BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment