Home সংবাদসিটি টকস বিজেপির পুরনো দলটাইতো বিক্ষুব্ধ তাদের আবার তালিকা কিসের? প্রশ্ন কুনালের

বিজেপির পুরনো দলটাইতো বিক্ষুব্ধ তাদের আবার তালিকা কিসের? প্রশ্ন কুনালের

বিজেপির অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব। সায়ন্তন বসুর চিঠির পর সমালোচনা বেড়েছে গেরুয়া শিবিরে। বিজেপির দলের অন্তর্দ্বন্দ্ব হটাতে বিক্ষুব্ধতে সঙ্গে কথা বলতে নির্দেশ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিজেপির অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব। সায়ন্তন বসুর চিঠির পর সমালোচনা বেড়েছে গেরুয়া শিবিরে। বিজেপির দলের অন্তর্দ্বন্দ্ব হটাতে বিক্ষুব্ধতে সঙ্গে কথা বলতে নির্দেশ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এইবার বিজেপির এই মানভঞ্জন এর প্রক্রিয়াকে কটাক্ষের সুরে বিধলেন কুনাল ঘোষ। তিনি বলেন, “যদি সায়ন্তন বাবুর চিঠি সত্যি হয়, আর যুক্তিগুলো যদি দেখা যায় তাহলে যারা পুরনো বিজেপি করতেন তাদের সঙ্গে আমাদের নীতিগত মতপার্থক্য, আদর্শগত মতপার্থক্য। পুরনো দলের পুরনো কর্মীদের ওপর ধান্দাবাজ কিছু দল বদলু CBI ED থেকে বাঁচতে এই দিক থেকে বাতিল হয়ে তাদের ওপর বসেছে এবং তাদের দলকে হাইজ্যাক করছে। বিজেপির পুরনো দলটাই তো বিক্ষুব্ধ তাদের আবার তালিকা কিসের?”

তিনি আরও বলেন, ” সুকান্ত বাবুর পাশেই তো দিলীপবাবু বসে আছেন। উনি তো বিক্ষুব্ধ বাঁ দিকে তাকিয়ে কথা বললেই হয়। আবার তালিকা তৈরির কি দরকার? সে তো বিরাট পরিশ্রমের ব্যাপার। সুকান্ত বাবু মিটিং ডাকলে যারা বসে আছে তারা তো সব অতৃপ্ত আত্মা। ওরা তো সবাই বিক্ষুব্ধ। দিলীপ ঘোষ থেকে বিক্ষুবদের তালিকা শুরু করতে হবে।”

Related Articles

Leave a Comment