কলকাতা টুডে ব্যুরো: CPIM বাটা মহেশতলা এরিয়া কমিটির আহ্বানে ১০৬ তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে রবিবার বাটা মোড় থেকে নুঙ্গি হয়ে বাটা ১নং গেট পর্যন্ত এক সুসজ্জিত মহা মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শমিক লাহেড়ী, পার্টি জেলা সম্পাদক মন্ডলির সদস্য কমরেড রতন বাগচী, এরিয়া সম্পাদক রাজা মিত্র সহ অন্যান্য জেলা ও এরিয়া নেতৃত্ব।
বাম নেতৃত্ব জানান, “আজ থেকে ১০৫ বছর আগে রাশিয়াতে বিপ্লবের মধ্যে দিয়ে এমন এক সরকার তৈরি হয়েছিল। যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। শ্রমিক, কৃষক, মেহেনতি মানুষ, গরিব মানুষ, তারা সরকার চালাবে এটা পৃথিবী কোনোদিন দেখেনি। এবং এই সরকার চালিয়ে তারা দেখিয়েছিল যে শ্রেষ্ঠ ব্যবস্থা করা যায়। সবার জন্য খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই ব্যবস্থাই করেছিল তা নয়, সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিল। বিজ্ঞানে পৃথিবীতে সেরা হয়েছিল তারাই। যা পৃথিবী আজ পর্যন্ত কোন ব্যবস্থা করে দেখাতে পারেনি ক্ষুধার বিরুদ্ধে লড়াই আমাদের দেশে মানুষকে ধর্মের নামে বিভাজন করার যে লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই মিছিল করি।”