Home জীবনধারাস্বাস্থ্য করোনার বুস্টার ডোজের ব্যবধান ন’মাস থেকে কমে ছ’মাস

করোনার বুস্টার ডোজের ব্যবধান ন’মাস থেকে কমে ছ’মাস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান কমালো স্বাস্থ্য মন্ত্রক। ন’মাস থেকে কমে বুস্টার ডোজের ব্যবধান ছ’মাস করা হল।

 

দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান ২৯ সপ্তাহ অর্থাৎ ৯ মাস থেকে কমানো হবে। সেটা কমিয়ে ২৬ সপ্তাহ অর্থাৎ ৬ মাসে করা হবে। ইতিমধ্যে সমস্ত টিকাকরণ কেন্দ্রগুলোকে সেই নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য দিলীপের,গ্রেফতারের দাবি তুলে টুইট অভিষেকের

 

দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৪,৩৫,৪৭,৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে ২৮ জন কোভিড রোগী মারা গিয়েছেন।

Related Articles

Leave a Comment