কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। চার মাস পর দৈনিক সংক্রমণ ৩০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৬২ জন। চারদিন পর রাজ্যে ফের করোনায় মৃত্যু। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ১।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। আগেরদিন এই সংখ্যাটা ছিল ২৮৮ জন। এদিনও সংক্রমণের নিরিখে শীর্ষ কলকাতা। একদিনে তিলোত্তমায় মোট ১৩৯ জন করোনা সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুনঃ Father’s Day উপলক্ষে আবেগে ভাসলেন বি-টাউনের তারকারা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত ২৩। এর মধ্যে কেরলে মৃত্যু সবথেকে বেশি। কেরলে কোভিডে আক্রান্ত হয়ে ১৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া মহারাষ্ট্রে ৩ জন, কর্ণাটকে ২ জন এবং উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও উত্তরাখণ্ডে একজন করে মারা গেছেন।