কলকাতা টুডে ব্যুরো:শেষ চব্বিশ ঘণ্টায় এ রাজ্যে নতুন কোভিড পজিটিভের সংখ্য়া ২৯৫, মারা গিয়েছেন ২ জন। পজিটিভিটি রেট ৪.৮৫ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার যে তথ্য দিয়েছে, তাতে শেষ চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড-পজিটিভিটি রেট ছিল ৩.৯৪ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, হত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন।
আরও পড়ুনঃ বঙ্গ রাজনীতিতে বড় চমক, হঠাৎ নবান্নে শোভন-বৈশাখী!
উল্লেখ্য,রাজ্যে মাঝে করোনায় মৃত্যুতে পুরোপুরি লাগাম পরাতে সমর্থ হয়েছিল প্রশাসন। বিক্ষিপ্তভাবে একজনের মৃত্যুর খবর এসেছিল। কিন্তু একদিনে দুজনের মৃত্যু সাম্প্রতিককালে হয়নি। তাই উদ্বেগের জায়গা একটা থেকেই যাচ্ছে।